-----------------------------------------------------
চোখ যে এখন আগের মত মনের কথা কয় না
মাংসের লোভে এসিড ছুঁড়ে লাইলী মজনু হয় না,
শোভিত মলাট ললাটে তার ফুল পাখিদের ছবি
প্রচ্ছদ বলে গ্রীন ল্যান্ড ওয়াস্ট ল্যান্ড বলেন কবি ,
হৃদয়কুসুম হারিয়ে গেছে ভুল ভেজালের মাঝে
কাব্যকলার চেয়ে কানে বাদ্য বেশি বাজে ~~~,
ফুলের কদর বাড়ছে তবে স্বভাবে বাণিজ্যিক $$
মনের গহন কাদায় মোড়া বাহিরে ঝিকমিক !!
সাতপাঁকে বাঁধার আগে বাহুতে বাঁধে সীতা
কলেমা পড়ার আগেই যুবক অঘোষিত পিতা!
মায়াবনে মাদকের চাষ নেশার মৃগ ছোটে
শনির ডেরায় বন্দিনী চাঁদ নিজের কপাল টুটে!
------------------------------------------------------