---------------------------------------------
পাতার আড়ালে পাতা তার
ডালের আড়ালে ডাল,
ছুরির আড়ালে ছুরি আর
ঢালের আড়ালে ঢাল;
কেউ দেখেনি কেউ দেখেনা
আনমনে যায় জাল বুনি,
সাংবাদিকগণ না দেখলেও
দেখেছিলো বুড়ো টুনটুনি!
গঞ্জে হাটে ওসমান হাটে
থরথর কাঁপে গ্রাম গঞ্জ
এখানে ঘাটে পড়ে আছে লাশ
রক্তাক্ত তার স্পঞ্জ!
কেউ দেখেনি কেউ দেখেনা
দেখে শুধু টুনটুনি,
সকালের খবর বলছে জবর
ওসমান নয় খুনি!
----------------------------------------------