----------------------------------------------

দু বছরে একবার কেন যে ওটা হয়
প্রতিমাসে কেন তা হয় না ?
ওটার কালে খাই রাজকীয় হালে
এতো নিরামিষ আর সয় না !
#
দু দিনের তরে আসে তাহারা
দুই থেকে তিনজন ,
আমরা বেচারা চকিত চেহারা
নিবেদিত নিরঞ্জন !
#
যদিও ভয় প্রাণে সংশয়
এই বুঝি ধরে খুঁত ,
প্রশ্নবানে কান ধরে টানে
হয়ে যাই কিম্ভূত !
#
পান থেকে চুন খসলে পরে
এই বুঝি দেয় তালাক ,
তাহাদের লোক শ্রবে মজার শ্লোক
আহা কী বাহারী আলাক !
#
উপর তলায় আছেন তাহারা
নীচে আমরা ঝাড়ুদার ,
তাহাদের উছিলায় আমাদের সে বেলায়
বেশ তৃপ্ত হয় উদর !
-------------------------------------------------