-----------------------------------------------------------------
কোটার উপর কোটা কোটা শোভা পায়
এতো কোটা দেখে আকোটা ভয়ে পালায় !
কোটার মধ্যে মুক্তিযোদ্ধা,জেলা,নারী,উপজাতি ,প্রতিবন্ধি
কোটা আর আকোটার মাঝে কোনোদিন হবে নাকো সন্ধি !
কোটা আর আকোটার মাঝে আছে আবার দালাল
ক্যাডার চাকুরি করবেনা তাই জামালপুরের জামাল!
সমুদ্রের ঢেউ সমুদ্রে ভালো শঙ্কায় থাকে লোকালয়
লোনা জলের আছাড় বিছাড় সহ্য করে হিমালয় !
-----------------------------------------------------------------