----------------------------------------------------
কার্পেট বিছানো যতদূর পথ ছেয়ে গেছে
লাল নীল সবুজে
উচ্চ মার্গের কর্মকর্তা কর্পোরেট সুধীজন
আসবেন সে পথ বেয়ে
সুরঞ্জিত রিসোর্ট শোভিত আজ
অতিরিক্ত রকমারি ফানুস আর
কর্পোরেট আবীরে
তাঁর বা তাঁদের জন্য আলাদা পথ
হাজার লোকের ভিড়ে !
হর্তা কর্তা টপ ব্যাংকার বান্ধব সমভিব্যাহারে ।
আজ এখানে ভোজ হবে
কর্পোরেট পিকনিক
পড়ন্ত শীতের বাড়ন্ত বেলায়
রোদ করে চিকচিক!
ইচ্ছে হলে যা কিছু খাও পান সিগারেট বিড়ি
তবে দেয়ালে ফেলোনা কোন পিক
আজ হিশেবের নেইকো চাপা বেড়ী
আজ এখানে কর্পোরেট পিকনিক!
তোরণে দাড়িয়ে ভুখা ফকীর
কোটরাগত চোখের সকেট ,
মতিঝিলমুখী বুট ভর্তি দশ বারোটা গাড়ি
নাঙ্গা ফকীর পায়নি একটি প্যাকেট !
-----------------------------------------------------