-----------------------------
তেল খাই কম
তেল মাখি কম
তেল দিই কম
তেল বেশি খেলে
কাছে আসে যম!
তেলেতে চাকা ঘোরে
তেলে ঘোরে মন,
আমার জীবনে তেল
বড়ই দুশমন !
হাতেতে তেল নেই
খসখসে আঙ্গুল ,
সাদা চোখে সাদা দেখি
মারিনাকো গুল!
তেলের ব্যবসা নেই
ছিলাম না তেলি ,
জলে ভেজা রুটি খাই
লাগেনা জেলি!
তেলেতে মজা বাড়ে
অতি তেলে নষ্ট ,
তেলুকে না দিলে তেল
দেয় বড় কষ্ট!
বুশ থেকে বেরিয়ে বুশ
করে এম্বুশ,
তেলের নেশায় মত্ত পাগল
আগ্রাসী বুশ !
তেলের অভাবে নয়
হয়ে যায় ষষ্ঠ,
পারবোনা দিতে তেল
বললাম তা পষ্ট !
--------------------------------------