--------------------------------------------
যা বলে সে বলুক লোক
নীতির রাজার জয় হোক,
করিনা তাতে দুঃখ শোক
গাইতে পুরানো কুড়ানো শ্লোক!

নীতি দিয়ে দেশ চলে না
ভীতি দিয়ে চলে,
প্রীতি দিয়ে দেশ চলে না
রীতি দিয়ে চলে!

রীতি আছে জোঁক কুমিরের
রীতি আছে বাঘের,
রীতি আছে আল ঠেলা আর
ক্ষোভ প্রতিশোধ রাগের!

আমরা সবাই রীতিমতো
রীতি মেনেই চলি,
রীতি রতির জন্য দিই
দেশমাতাকেই বলি!
----------------------------------------------------------