-------------------------------------
রোজ ডে তে আমি তাকে
দিয়েছি একটা রোজ ,
তারপরে সে মাঝে মাঝে
নিতো আমার খোঁজ !
হটাৎ একদিন প্রপোজ ডে তে
করলাম সাহসী প্রপোজ !
হৃদয়েতে ছাপ পড়েছে তার
কাজ করেছে ডোজ।
হাগ ডে তে হাগ করে সে
মগ দিলো একখান,
ছবি দেখে সে মগে নিত্য
অমৃত করি পান-----------
টেডি ডে তে টেডি দিলাম
কিস ডে তে দিলাম কিস ,
নয় মাসে বেবী দিলো আমার
ভ্যালেন্টাইন মিস !!
প্রমিস ডে তে প্রমিস করি
আর খাবনা চকলেট ,
চকলেট ডে হেসে বলে হায়
ইট,স ঠূ লেট !
----------------------------------