--------------------------------------------
তাহাদের অফিসের জনাব আলী কাউছার
মেট্রিকুলেট পাশ হয়েও করত সব ভাউচার  ,
তেলুমিয়া নির্বাহী তেল ঘঁষে দাড়িতে
খোঁজ রাখে কে কি রাঁধে কার কোন হাঁড়িতে  ,
নির্বাহীর ভাগিনা নামে ডাটা এন্ট্রি
কখনও তা করত  অফিসের সেন্ট্রি  ,
অফিসের মেজ স্যার নির্বাহীর ভায়রা
কাজেতে বাকবাকুম লম্বা কথায় টায়রা  ,
বড় পদ বড় খাদ নির্বাহী ব্যস্ত
তাবেদারি করতে সবাই সন্ত্রস্ত  ,
দাদা জিমকরবেট বাবা মারে গোক্ষর
এরি মাঝে ভাউচারে রাখেন তিনি স্বাক্ষর  ,
কাউন্টারে একদিন খোয়া গেল দশ লাখ
মেজ স্যার হেকে আসে গলা করে খ্যাঁক খ্যাঁক  ,
বড় স্যার ছেড়ে আসে গারদের কামরা
বলে তোরা খুলে ফেল কাউছারের চামড়া।।
---------------------------------------------
তাং-০৪।০১।১১ ইং