ন্যাংটা রাজার দেশে
----------------------------------------------------------
ন্যাংটা রাজাকে কেউ ন্যাংটা বলেনা
সবাই বলে ''কী মজার,কী মজার!''
এসব দেখি সব কানারই হাট বাজার!
ন্যাংটা রাজাকে যে ন্যাংটা বলবে
এমন সাহস বলো আছে কার ?????
এসব দেখি সব কানারই হাট বাজার!
ন্যাংটা রাজা সবকিছুর মানদণ্ড
সবাই মানে ন্যাংটা রাজার দণ্ড
রাজা সত্য রাজা পূজ্য রাজা মান্য সবাকার
রাজার করে বিরুদ্ধচারণ এমন সাহস আছে কার ?
এসব দেখি সব কানারই হাট বাজার!
ও সে ন্যাংটা রাজার দেশে কেউ কয়না কথা কেশে
জোরে কথা বললে আছে ভয় শির দাড়া হারাবার
এসব দেখি সব কানারই হাট বাজার!
-----------------------------------------------------------