বোশেখের অভিষেক
--------------------------------
গাছে গাছে আজ নতুন পাতা
ব্যবসায়ী করে শুভ হালখাতা,
বাংলা পঞ্জিকার প্রথম মাস
বর্ষবরণের সে প্রথম মাস,
ফুল ফসলের ভারা সম্ভার
মেঘে মেঘে সাজে অম্বর,
হঠাৎ প্রকৃতির মুখভার
কাল বোশেখীর রুদ্র ঝড় ,
ইলিশ মরিচ পান্তাভাত
নইলে বাঙ্গালী হারায় জাত,
প্রভাতফেরী প্রথম কাজ
রমনার বটের বাহারী সাজ
নতুন আশা নতুন হৃদস্পন্দন
জানাই অভিষেক অভিনন্দন !
---------------------------------