--------------------------------
উঠোন জুড়ে লাউয়ের মাচা
নতুন বউয়ে লাউ ছেড়ে ,
হঠাৎ চীৎকার বাঁচা বাঁচা
আসছে তেড়ে লাল এঁড়ে!
লাউয়েয় পাতায় পাখির বাসা
রাখছে ডজন ডিম পেড়ে ,
করজোড়ে কয় নতুন বউ
আয় পাখি আয় আমার ঘরে!
আমি তোদের ডিম ভেঙ্গেছি
দুঃখে ভাঙ্গে ছাতি,
ফুটলে ডিম বাচ্চাগুলো
হতো আমার নাতি !
--------------------------------