--------------------------------------------------------------
গোরস্থান শ্মশানের পাশ দিয়ে আমরা দ্রুত হেটে যাই,
আরও দ্রুত বেগে যাই নতুন দাহ্য কিংবা কবর হলে,
মৃত্যুর চেয়ে ভয় পাই মৃত আত্মাকে বেশি ,সাদা মনের মানুষ
শুভ্র কফিন মোড়ানো লাশ দেখে চমকে শিউরে ওঠে সেও!
জীবন মৃত্যু পরিপূরক দোলায় দুলছে ,এখানে জন্মের আনন্দে
মৃত্যুকে ভুলে থাকি ,ভুলে যাই অবলীলায়, অথচ মৃত্যু জন্মের সহোদর!
আমাদের প্রতিটি ব্যাক্তিক ও রাষ্ট্রিক শরীরে অজস্র মৃত্যুর চাষ বাস
বন্যার লোনা জলের মতো রাতের আঁধারে মৃত্যু আসে হামাগুড়ি দিয়ে
সদর্পে মৃত্যু আসে উড়িয়ে জমকালো নিশান, আইলা সিডর কখনো বা
আগ্রাসী সম্রাজ্যবাদের বেশে,মৃতুর কালো থাবা কুঁড়ে খায় নীলাঞ্জনা আকাশ
মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, মৃত্যুরা কাজ করে আমাদের প্রতিটি
মগজের কোষে কোষে !
---------------------------------------------------------------