--------------------------------------------
কী দরকার সিদ্ধ করার
একেবারে কাঁচা খা,
বুনো শার্দূল ক্ষ্যাপার মতো
টেনে হিচড়ে ছিঁড়ে খা
তেল বিক্রির ডলার দিয়ে
আস্ত দুম্বা জ্যান্ত খা
কম পড়লে পাঠিয়ে দেবে
আমেরিকা খয়ের খা!
জহর খা কহর খা
ট্রাম্পের সাথে শরাব খা
অন্দরে খা বাহিরে খা
পত্নী উপপত্নী নিয়ে খা
হাঁসের মতো গিলে খা
উহুদ খা বদর খা
হুদাইবিয়ার সন্ধি খা
গাছে খা তলায় খা
গণিমতের মাল খা,
তোর দোসর মুসলমানের শত্রু
ইসরাইলকে নিয়ে খা!
গারকাদ গাছের তলে খা
খেজুর গাছের ডালে খা
ফিলিস্তিনীর ঘাড়ে বসে
ইসরাইলের পেপসি খা!