---------------------------------
হায় কর্পোরেট বাবু ,
এতো দিন খেলেন প্রোফিট বোনাস
এখন খাচ্ছেন সাবু
মাজার ব্যথায় কাবু !
কী করবো বাবু
এনে দেবো সর্ষের তেল
বাজারে যাবে লাবু
লাগবে কিছু বাবু ?
কীসের এতো টেনশন
পাবেন তো পেনশন
প্রায় কোটি দেড়েক
তা দিয়েও হবেনা বুঝি
শেষ ঠিকানার পেরেক ?
----------------------------------