--------------------------
নব্বইয়ে ভাঙ্গে বার্লিন আর
সোভিয়েত রাশিয়া,
বাবরী মসজিদ বুদ্ধমূর্তি
ভাঙ্গে যুগোস্লাভিয়া !
লুটে বিশ্বাস টুটে আশ্বাস
স্বৈরচারের পতন,
বুকে লোকনাথ ঠোঁটে ইয়াসিন
পকেটে সেলফোন !
শালীনতার তালি মারা
পন্যায়ন বিশ্বায়ন,
মুমূর্ষু কাব্যকলা আর
মিডিয়ার আস্ফালন !
--------------------------