-------------------------------------
তোমার আমার ফারাক কিসে ?
শিক্ষা দীক্ষা তামার বিষে !
আদম তনয় সব ভাই ভাই
কিতাবে আছে গোয়ালে নাই!
সিলেবাস ছিল সবার সমান
আপনি প্রফেসর আমি কৃষাণ
কর্মদোষের কর্মফল
যদিও এক পানি ও জল !!!
সব তরল এক সাগরে গড়ায়
সব সবল দুর্বলকে মাড়ায় !
--------------------------------------