------------------------------
আম্র শাঁখে কোকিল ডাকে
ডাকে দোয়েল জাতীয়,
হেঁড়ে গলায় তেড়ে ডাকে
মন্ত্রী মশাইয়ের নাতিও!
বাকবাকুম পায়রা ডাকে
ডাকে রাজহাঁস পাঁতিও ,
দজ্জাল বউয়ের কর্কশ ডাকে
ফাটে বুকের ছাতিও !
আষাঢ় মাসে মেঘ ডাকে
ডাকে ডোবার ব্যাঙ,
বঙ্গবন্ধুর মহান ডাকে
হলোরে বিগ ব্যাঙ !
জোছনা রাতে কুকুর ডাকে
ডাকে তৈমুর লং,
শাকিবের ডাকে চায়না থেকে
আসে জ্যাকি চ্যান !
-------------------------------