--------------------------------------------------------
বেতনের ভাতায় গাড়ি বাড়ি হয়েছে কভু কারো?
কিছু এদিক আর কিছু ওদিক নীতিবাক্য ছাড়ো !
হালালাং তইয়ীবাকে তায়েফের মাঠে পাঠাও
কলমকে হাতিয়ার করে মলম মগজ খাটাও !
দেখবে দুলে আঙ্গুল ফুলে হয়েছে কলাগাছ
আড়াই দিনের বাদশা হয়ে তুই বাঁচার মতো বাঁচ!
বিদ্যে দিয়ে হয়না কিছু বুদ্ধির দেখো খেল
কাজু বাদাম কোটিপতি তিন বিষয়ে ফেল!
---------------------------------------------------------