--------------------------
একুশ এলে বেহুঁশ হই
নতুন বইয়ের গন্ধে ,
দেশপ্রেমে ক্ষণিক মাতোয়ারা
অপভ্রংশের ছন্দে !
বায়ান্নের শহীদ রুধির
বিশ্লেষণে আলকেমি ,
ঐ যে দেখো মঞ্চ কাঁপায়
হাকিম চত্বর একাডেমী !
একুশ গেলে বাইশ আসে
তেইশ চব্বিশ কর গোনা ,
ডুয়েটস শুনি এয়ার ফোনে
নিবাস বাংলা পরগনা !
-----------------------------