তোমার নামের দ্বিতীয় অক্ষরের একটি মাত্রায় দড়ি বেঁধে আমি ঝুলে পড়ব মহাকালের শূন্যতায়।আমার শবদেহ মৃত্যুর তাৎক্ষণিক নিরবতায় নড়তে থাকবে দড়ির একপ্রান্তে—তোমার নামের বিপরীতে!
"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"—মহাযুগের শ্রেষ্ঠতম শিল্পকর্ম;আমাদের ভালবাসার ফ্রেমে ঝুলে থাকবে দেয়ালে।অথচ দেয়ালের কনক্রিট জানে,সব মৃত্যুর জন্য কেউ না কেউ দায়ী।তোমাদের নরক কিংবা ইশ্বরের মৃত উদ্যানের সব চির-দুঃখী আত্মা তাদের হত্যাকারীকে চেনে।
আমি আমার মৃত্যুর উপাখ্যান লিখে রেখে যাবো অস্থিতে।আমার রক্তের বিক্ষোভ মূহুর্তেই ছড়িয়ে যাবে শহরের সব প্রেমিকের রক্তে।তাদের সুদ্ধতম ভালবাসা সেই রক্তের মূল্য দেবে।চরম মূল্য দেবে।
ইশ্বরের সেই উদ্যানে আমাদের নৈশভোজে আমন্ত্রিত সব শয়তান।যাদের সামনে মাথা উঁচু করে দাড়িয়ে আমরা বলেছিলাম—" ভালবাসি"—তাদের কাছে ভালবাসার মূল্য নেই।যেমন মূল্য নেই তার কাছে যার সাথে তুমি এখন আদিম উল্লাসে মেতে ওঠো!
ভালবাসা,নিষ্ঠুরতম হ্যালোসিনেশন—আমার সিগারেট আর তোমার শরীরে কেবল শয়তানের স্পর্শ এনে দিয়েছে!
অস্থিতে লেখা উপাখ্যানে আমি সব লিখে রেখে যাবো।
সব লিখে রেখে যাবো।