তোমাকে ভুলতে গিয়ে যদি
বিস্মৃতির অতলান্তিক
মহাসাগর পাড়ি দিতে হয়- দেবো।

কন্টাকাকীর্ণ কষ্টের সাথে যদি
সময় কাটাতে হয়-  আজীবন
কাটাবো।
অভিমানে ভেজাচোখ নিয়ে যদি
নিস্তব্ধ নিঃশব্দে নিদারুণ নিঃসঙ্গতায় অনাগত ভবিষ্যত বাঁচতে হয়
বাঁচবো!  দুঃখ নেই--

এরপরও দোহাই তোমার; আমাকে ছুয়ে দিতে
তুমি আর এসো না!
আমি আমাকে সাজিয়ে নিয়েছি' অভিমান, অভিযোগে বহ্নিমান চিতার আগুনে পোড়াতে -----

আগুন লাগা ফাগুনের ফেরারী বসন্তের বিলাপে ঝরাপাতার মতো ঝরে যেতে
আমার যতোই কষ্ট হোক
তোমার অভিশাপে।
অন্তত, তুমি আর এসো না-
অনুরোধ আর এসো না ফিরে নিশুতি রাতে,
সেনেরিটার মতো
মিথ্যে ভালোবেসে অভিমানের পাড়াতে।

অভিমান অভিযোগ যতোই দীঘল হয় হোক না-
ক্ষয়ে যাওয়া চাদের মতো এই আমি একাই কাটাবো বিনিদ্র রাত,
আমাকে আমার মতোই থাকতে দাও।

অনুরোধ আর এসো না ফিরে -  
আমি আমার মতো করে তোমাকে ভুলতে চাই।