প্রেমের সংঘাতকে
নিয়ে যাব শ্মশান ঘাটে
শব সাজিয়ে।
পুড়িয়ে করবো ছাই-
উড়িয়ে দেবো উত্তর দিগন্তের দক্ষিণ প্রান্তরে,
মেরুতে মেরুতে ছড়িয়ে দিব
ভাসিয়ে দেবো খরস্রোত নদীতে, বঙ্গোপসাগরে
এন্টার্কটিকার বরফে,
মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায়।
যেন ফিরে না আসে আর
আমাদের নিঃষ্কলুশ প্রেমের মাঝে।
প্রেমিক কি করে সংঘাতী হয়?
আমার তা জানা নাই,
প্রেম আর সংঘাতের সংসার নয়-
প্রেমিক শুধুই ভালোবাসা চায়।