ভুলের আমার নেই তো হিসেব
রাগ করো না প্রভু,
সবর শক্তি দিও মনে
বিপদে পরলে কভু।
ঈমান আমল কবুল করো
পবিত্র করো মন,
তোমার পথেই কাটে যেন
জীবনের সারাক্ষণ।
পাপ কাজ থেকে দূরে রাখো
মাওলা মহিয়ান,
তোমায় পথেই কবুল করো
তোমার এ-বান্দার প্রাণ।
পথভ্রষ্ট যদি হই কভু
পথ দেখিও তুমি,
মাওলা তুমি দয়ার সাগর
তোমার চরণ চুমী।
ভালো-মন্দ যাহা করি
গোলাম আমি তোমার,
অপরাধি হলেও আশা
ক্ষমা হবে আমার।