এটাই শেষ ইচ্ছে আমার
শুধু একবার দাঁড়াও-
ফিরে তাকাও,
একটা কবিতা লিখবো!
তোমার অপরুপা রূপ খানি দেখে।
আমি ভালোবাসতে গিয়ে
তোমার নামে মহল গড়েছি,
সে প্রায় একুশ বছর লেগেছে-
তুমি ফিরে দেখোনি তা!
তার পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে
তোমার মুখ খানি আমি দেখি শতরূপে শতবার।
আমি ভালোবেসে তোমার জন্য ব্যাবিল্যাণ্ডের শুন্য উদ্যান বানিয়েছি-
সেখানে তুমিই ফুটন্ত গোলাপ
আর আমি ভ্রমর হয়ে ছুটে আসি
সেও তুমি দেখোনি, বরং
অবলীলায় অবহেলা করে
খালি পায়ে হেঁটে গেলে! ভাঙ্গলেনা ঝরা পাতার শুনসান নিরাবতা৷৷
আমি ভালোবেসে ট্রেস্মনদীর সুড়ঙ্গ বানিয়েছি-
তুমি-
হ্যাঁ তুমি, একবারও
হাটলে না সেখানে।!
আমি কষ্টে মষ্কোর ঘন্টা বাজিয়েছি
তুমি একবার,
হ্যাঁ, একবারও ফিরে তাকাওনি
কান পেতে শোনোনি সেই বেদনাস্নাত ধ্বনি!
কতবার জীবন সুমুদ্রে
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েছি
মুখটি ফিরে দেখোনি-
আমি কেমন আছি, কিভাবে বেঁচে আছি।
বিশ্বাস করো আর কখনো বিরক্ত করবোনা-
কোনোদিন বিরক্ত করবোনা
এ-টুকোই শেষ!
একটু নিষেধাজ্ঞা তুলে নাও।
তুমি নাইবা ভালবাসলে,
দুঃখ নেই -
শুধু একবার, শুধু একবার ফিরে তাকাও
আমি একটি কবিতা লিখবো তোমাকে নিয়ে।