হে রাত তুমি আমার জীবনে অভিশাপ
আমি যে এক অসহায় মানব
নেই আমার বাড়ি -ঘর
নেই কোনো টাকা -পয়সা ।

হে রাত তুমি আমার অভিশাপ জীবনে
তুমি যখন নেমে আসো শহরে
তখন সবাই ফিরে যায় ঘরে
আমি থাকি একাকি পরে রাস্তার ধারে।

যখন শান্ত হয়ে যায় পুরা শহর
রাস্তার কোণে পরে থাকি শুধু আমি
সবাই যখন খাবার নিয়ে ব্যাস্ত থাকে
তখন ক্ষুধার জালাই কাতর হয়ে থাকি আমি।

হে রাত তুমি আমার জীবনে অভিশাপ
তুমি যখন নেমে আসো
সবাই তখন শান্তিতে ঘুমিয়ে পরে ঘরে
তখন আমার ঘুমাতে হয় রাস্তার ধারে।

হে রাত তুমি আমার জীবনে অভিশাপ
কত কষ্ট দাও তুমি আমাই
সবাই থাকে মহাসুখে
আর আমি থাকি খোলা আকাশের নিছে।