গতকাল ছিল অজানা শহর,
আজ খানিক'টা চেনা।
কোন সে শহর নাম না বলি,
শোনায় গুণের কথা।
খেজুরের গুড় বিখ্যাত,
ফুলের রাজ্য সেথা।
জন্ম নিয়েছে এই শহরে,
মহাকবি মাইকেল আর
- কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ।
বিমান চালক ও রিকশা চালক,
- থাকে মিলেমিশে।
এই শহরে প্রশিক্ষণ নিয়ে,
সেবা দেয় সারাদেশে।
রূপকারের অপরূপ সৃষ্টি,
আর স্বর্গীয় প্রকৃতি।
এই শহর ভ্রমণে এলে,
মেলে তার দৃষ্টি।
প্রাণবন্ত এ শহর,
আজকে অতি চেনা।
তাইতো আমার যশোর নিয়ে,
- এত বেশি ভাবনা।