ছাত্র আমি দুর্বার আমি,
- বয়স আঠারো।
যে করিবে বৈষম্য,
- ছাড় দেব না কারো।

মেধা আছে চাকরি নিবো,
- কোটা প্রথার কবর দিবো।
শুরু হলো আন্দোলন,
- ঝাঁপিয়ে পড়লো ছাত্রগণ।

গুলি চালালো পুলিশ,
- সাথে নিল ছাত্রলীগ
- পিছনে ছিল আওয়ামীলীগ।
ওদের সেই বর্বর হামলায়,
জীবন দিলো মোর কতশত ছাত্রভাই।


গুলির সামনে বজ্র কন্ঠ,
- ছাত্র ভাই আবু সাঈদ।
পানি লাগবে? পানি?
- ডাক ছিলো ভাই মুগ্ধ।

(সংক্ষিপ্ত।)
তারিখ: ১০/০৮/২০২৪