জন্মের পর ব্যর্থ তুমি,
অঙ্গ অচল রয়।
এখন তোমার অঙ্গ গুলো,
কেম্নে সচল হয়,
তুমি যে স্বইচ্ছায়,
করেছিলে উচ্চ বিজয়।
গুটি গুটি পায়ে এগিয়ে, শিখেছিলে
হাঁটতে বলতে নিজে নিজে।
তবে এখন কেন কর, সংশয়-
জ্ঞান অর্জনের বেলায়।
হে মোর ভাই,
যদি চাও ধরণীকে করতে জয়,
আসিবে সামনে বাঁধা,
আঁকড়ে ধরবে ব্যর্থতা।
বাঁধা-ব্যর্থতা কর উপেক্ষা,
জীবনের শত প্রচেষ্টায়।
ব্যর্থতার প্রতিদান দেবেন,
স্বয়ং খোদা মহান।
অহে পরাজয়ী,
করিওনা পরাজয়কে ভয়।
জীবনের সফলতা অর্জনের লক্ষ্যে,
করো বার বার অধ্যবসায়।