আজকের দিন হোক মোর,
  আগামীকালের হাসি।
হাসি ছাড়া কিভাবে বাঁচি,
  ওগো আমিই হাসির চাষী।

জীবন সঙ্গী রয়ে থাকো তুমি,
  করিও না আমায় পর।  
তোমার আসনে দিব না বাঁধিতে,
  ক্লান্ত ককিলের ঘর।

রৌদ্রে পুড়ে ভিজুক ছাতা,
  আসুক ফিরে তন্দ্রার ছোঁয়া।
সর্বদাই যেন দুই ঠোঁটের হাসি,
  তুমি মায়া-মমতার মত সেরা।

সুখের ছোঁয়া তোমার কপালে,
   ঐ সিঁদুর কালিতে লেখা।
প্রাণ খুলে হাসি তাই, নাকি
     আমি হাসির চাষা।

      আমিই হাসির দাতা,  
ওগো 'হাসি' আমার ভালোবাসা।