প্রথম দিনে নবীন আর
- আজকে মোরা প্রবীণ।
দিন হয়েছে গত, কিন্ত
- গল্প আছে শত।
সে'দিন ছিল গোলাপ বরণ,
- আজকে তার স্মৃতিচারণ।
২০২২ সনের ২'রা মার্চ ভর্তি,
আর ৩'রা অক্টোবর তার ইতি।
বাড়ি ছেড়ে নতুন শহর,
- তৈরি হলো বন্ধু মহল।
আজ কলেজে'র ইতি,
- তাই এখন সবই স্মৃতি।
কলেজ শেষে দলবেঁধে,
- বন্ধুরা সব কফি হাউসে।
মামা, দোস্ত, আর বন্ধু নামে,
- ডাকি সদা একে-অপরকে।
নানা ধরনের যুক্তি-তর্কে,
- গল্প চলে চায়ের চমুকে।
কলেজ জীবনের-সেই সোনালি
- দিনের কথা, আজ মোর
- কবিতার পাতায় লেখা।
স্বল্প সময়ে মোদের কলেজ
- জীবনের ইতি, তাই
- আজকে সবই স্মৃতি।
তারিখ: 04/10/2023,
সকাল- 9:00 AM