কলেজ জীবন- স্বাধীন জীবন,
নাই'কো কোনো বাঁধা।
এ জীবনেই বাঁধে যত'সব,
- রঙিন স্বপ্ন বাসা।
কেউ বলে মোর রঙিন স্বপ্ন,
জীবন গড়ার আশা।
কারোর কাছে সে স্বপ্ন হয়,
কপোত-কপোতীর -
মন জয় এর প্রত্যাশা।
স্বাধীন মনে স্বপ্ন বনে,
- কে ধরিবে ধাঁধা।
দিনশেষে কেউ আমজনতা,
আর কেউ হয় জন'নেতা।
জীবন গড়ার শ্রেষ্ঠ সময়,
- মুনীষীদের কথা।
সেই লক্ষ্যে চলি সদা,
না করি সময়ের হেলা।
তারিখ: 03/10/2023,
বিকাল- 5:00 pm