এক দেশে ছিল
- এক রাজকন্যা,
পোকায় খাওয়া দাঁত।
- সকাল বিকাল
- চকলেট খাই,
খাই না শুধু ভাত।

নামটি তাহার জীম।  
তিনবেলা খাবারেই,
- থাকে নাকি ডিম!
জিজ্ঞাসা'য়,
- কোথায় পাও এত ডিম?
জবাব দেয়,
- কি আর করার
আব্বু আনে তাই খেতে হয়!

বাড়ি ছেড়ে মেসে,
- ওর সাথেই অবসর কাটে।
যদিও সম্পর্কে আছে
- একটু গরমিল!
তবুও খুনসুটিতে
- নেই কোন গোজামিল!


তারিখ: 18/01/2024
সময়: বিকাল 5:30 PM