আমার এই গান, তোমাকে নিয়ে লেখা
যদি তুমি শুনতে, তবে বুঝতে,
কত ভালোবাসি তোমায়,
কত ভালোবাসি তোমায়।

আমার এই কবিতা, তোমাকে নিয়ে লেখা
যদি তুমি শুনতে, তবে বুঝতে,
কত কিছু তুমি আমার,
কত কিছু তুমি আমার।

আজ অনেক দূরে তুমি আমার,
তোমাকে হারিয়ে বোকা আমি,
এই পৃথিবী বড় নিষ্ঠুর,
কেড়ে নিল তোমায়।

শুধু হল না বলা, একটি কথা-
বড় ভালোবাসি তোমায়,
বড় ভালোবাসি তোমায়।