নীল বর্ণের দুটি আঁখি
মনে পড়ে যায় কত স্মৃতি,
মেঘ চলে যায়
পথ করে ভুল
দেখলে তোমার
মাথার ঐ চুল,
কত মায়া যে
ঐ চেহারা তে
বিধাতা বানালেন
নিপুণ হাতে,
কণ্ঠে তোমার মধুরতা
তুমি সেটা জানো কি,
হাসিতে যেন মুক্তা ঝরে
ছুটে চলে জোনাকি।
রাগলে লাগে কত সুন্দর
ভেসে ওঠে অধরের তিল,
সর্ব শোভন মানবিকা
তুমি ছাড়া আমি একা।