বৃষ্টি আসে ঝরে যায়
ভরে যায় পথ - ঘাট
কাদায় কাদায় ;
বৃষ্টি আসে ঝরে যায়
ভরে যায় খাল - বিল
জলে কানায় কানায় ,
বৃষ্টি আসে ঝরে যায়
থেমে যায় বৃদ্ধের লাঠি
গল্পের ঝুড়ি পাড়ায় পাড়ায়
বৃষ্টি আসে ঝরে যায়
বেড়ে যায় ছুটাছুটি
মেতে থাকে দামাল ছেলে
খেলা ধুলায় ;
বৃষ্টি আসে ঝরে যায়
মাঝি নেই নৌকায়
অনাহারে দিন চলে যায় ,
বৃষ্টি আসে ঝরে যায়
সুরে দোলা দিয়ে যায়
তরুন - তরুনীর হৃদয় ;
বৃষ্টি আসে ঝরে যায়
মনে পড়ে যায় কত স্মৃতি
বৃষ্টির ফোটায় ফোটায়
বৃষ্টি আসে , চলে যায়
বার বার বলে যায়
রয়ে যাব আমি চিরদিন
কবিতার পাতায় পাতায়।