দিনে দিনে মাস গেল
বছর তিনের বেশী হল;
কত কাল দেখি না তারে
চক্ষু নয়ণ নেত্র ভরে,
দেখেছি আমি শেষ কবে
তাকে কি আর মনে রবে?
এই কথা বলার আগে
মৃত্যু যে আমার সঙ্গী হবে,
দেখেছি যবে ঐ মুখখানি;
কে? যেন ডেকেছে
দিয়ে হাতছানি,
পারবো না ভুলতে
কখনো যে তা আমি।
মাঝে মাঝে বসে একটু ভাবি?
আছো কি সেই আগের মত
নাকি বদলে গেছো একটুখানি।