বরণ্যের অরণ্যে করে
সমীপণ
সর্ব বিলাসীতা করে
বিসর্জন ;
আমারে সপে দিয়াছি তোমাতে
এ মনে করিয়াছি আপনজন ৷
তেপান্তরের মাঠ পেরিয়েছি
তরঙ্গিনীর নীল উড়িয়েছি
অকূলে ভাসায়েছি তরী
কিনারা পাবার আশায় ,
বেলা যায় এখন কি উপায়
সামনে যে অতল অমানিশা;
দৃড় সংকল্প জাগিছে মনে
কে যেন বলিছে মোরে
এসে কানে কানে
সঙ্গে তুমি আলোর দিশা ৷
বিষাদ সিন্ধু পার করিয়াছি
ঘুরিয়াছি মোরা
মরু প্রান্তর পাহাড়-পর্বত ,
আফ্রিকার মত গহীন জঙ্গল
মনে চাই চলো যাই ভিন্নগ্রহে
শুক্র, শনি কিংবা মঙ্গল ৷
দেশে-বিদেশে চলো ঘুরে
পক্ষী রাজের ডানায় করে,
যাই অজানা কোন জায়গাই
যেথা পাখি ডাকা ভোরে
প্রজাপতি ফুলে ফুলে
পাহাড়ি ঝর্ণা ঝরে""
তুমি চমকে গেলে কি ?
শুনে মোর বিলাপ কিচ্ছা
চিন্তা নাই গো প্রিয়া
তুমি ধরে নিয়ো""
সব ছিল অবাস্তব ইচ্ছা ,
এ সকলি আশা মোর
হয়ে বিভীষিকা ;
ধরিতে পারি না তাকে
সে তো... মরীচিকা
সে তো মরীচিকা ৷৷