জীবনে কিছু কিছু দুঃখ আছে বলে ই
আমরা সুখ কি জিনিস সেটা বুঝতে পারি ,
পৃথিবীতে একটি মনের বিপরীতে অন্য আর একটি মন অপেক্ষাই থাকে ৷

কখনো কখনো আসল মন
চিনতে ভুল হয় ,
কারো কারো আবার অপেক্ষার প্রহর শেষ হয় আবার কারো হয়তো বা হয় না,,


তাবলে জীবন থেমে থাকে না
আমাদের মন কখনো শূন্য থাকতে
পছন্দ করেনা
তার রয়েছে অফুরান্ত খিদে
ভালবাসার খিদে ৷


শূন্য মনে পৃথিবী টা দেখতে একটু
বেশী বড় মনে হয় ৷
তার কাছে সকল মানুষ চেনা হলেও অপরিচিত মনে হয় ,
এই বিশাল দুনিয়াতে সে যেন বড্ড একা,,
যদি ভালোবাসার মানুষ পাশে না থাকে ৷


এইভাবে একদিন হাজার মানুষের ভীড় থেকে বিধাতা কেমনে জানি মিলিয়ে দেয়;দুটি মনকে ,
দুটি মনের বন্ধনে
তার পৃথিবীটা ছোট হয়ে
আসে,,খুঁজে পাই চেনা হাসিমুখ কারন
তার মনের মানুষ কে ঘিরেই তার পৃথিবী ; সেখানেই তার বসবাস
তার চোখের সীমানায় যেন
সে খুঁজে পাই পৃথিবীর যত সুখ ;
খুঁজে পাই সকল পূর্ণতা

আর এভাবে সূচনা হয় নতুন এক অধ্যায়ের
নতুন এক সম্পর্ক্যের
আর তুমি কি জানো এটাই হলো প্রকৃত ভালোবাসা ,
হিম এটাকে ইংরেজীতে লাভ ও বলে ৷