নতুন সূর্য উঠুক চুপি চুপি,
তরুণ হৃদয় যেন দাউ দাউ আগুন।
হাওয়ার সুরে বাজুক অজানা সঙ্গীত,
স্বপ্নে ভাসুক প্রতিটি মুহূর্ত।

চলবে পথ, যেখানে অজানা সুখ,
আলোর মাঝে ছড়িয়ে পড়বে এক নতুন করুক।
তারুণ্যের শক্তি, ভরপুর হাসি,
তিন সাগরের মতো অগাধ আশি।

এ পৃথিবী নতুন রঙে রাঙাবে,
প্রতি পদক্ষেপে তারা নতুন কিছু গড়াবে।