নিশি রাতে ছায়ার খেলা,
রক্তচোষার গভীর ভেলা।
পায়ের নিচে মাটি কাঁপে,
নিঃশ্বাস থামে বুকের তলে।
লাল চোখে আগুন জ্বলে,
ভয় জমে সব হৃদয় তলে।
রক্তের ক্ষুধায় তৃষ্ণার নেশা,
অন্ধকারেই তার বাসা।
তবু কি সে শুধুই দানব?
নাকি ব্যথায় ভরা এক প্রাণব?
ছায়ায় মিশে হারায় সে,
রক্তচোষা এক রহস্যে।