গাছের পাতায় লুকিয়ে আছে
মাটির কান্নার গল্প'
নদীর স্রোতে ভাঙে সময়"
আকাশে জেগে থাকে শূন্যতার ছায়া।


ফুলেরা রঙে যুদ্ধ করে'
পাহাড় বয়ে আনে দীর্ঘশ্বাস,
প্রকৃতি তো শুধু নয় সবুজ
এটা সৃষ্টি আর ধ্বংসের মেলবন্ধন।