অবিরত বয়ে চলা এ মহাকাল সাক্ষী
আমার প্রতিটি পদক্ষেপের।
আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ
প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত
অল্প অল্প করে জাল বোনার মত করে
বুনেছে আমার জীবনের গল্প।
সেই গল্পের নায়িকা তুমি।
এই পৃথিবীর প্রতিটি বালুকণা বলেছে
তুমি আমার।
বৈশাখী ঝড়ে উড়ে যাওয়া সব ঝরাপাতার
বুক জুড়েও যদি লিখে দিই তোমাকে কতটা ভালোবাসি,
তবুও বোধহয় রয়ে যাবে কিছু বাকি।
আমার অব্যক্ত সব অনুভূতি জুড়ে শুধু তুমি,
তুমি দক্ষিণে হাওয়ায় ভেসে আসা একরাশ মুগ্ধতা,
আমার চোখ জুড়ানো সকালের সোনা রোদ।
তুমি ভোরের শিশিরে হেসে ওঠা শৈশব,
হলুদ গাঁদায় জড়িয়ে থাকা তারুণ্য।
তুমি ভরা বর্ষায় মেঘের অবিরত জল,
আমার হৃদয় নদীতে প্রেমের বন্যা।
তুমি কবিতা, তুমি ছবি, এ ধরার যত সুন্দর সৃষ্টি
তুমি তার সবই।
তুমি রঙধনুর সাত রঙে,
তুমি আমার হাসি-কান্না, সুখ-অভিমানে।
আমার গাওয়া প্রথম গান তুমি,
আমার লেখা প্রথম কবিতা,
তুমি আমার প্রথম প্রেম,
তুমি আমার প্রথম অনুভব।