এই রাত, এই আঁধার, কি করুণ সত্য!
আমার স্বপ্নালু, অলস সত্তার কাছে
বাস্তব হার মানেনা কখনো।
শুধু উপহাস ভরা দুই প্রহর অবসর শেষে
অতল অনুশোচনার জল
আমার হৃদয়, ঘর-বাড়ি, দিবাস্বপ্ন, প্রেম-বিরহ, পাপ-পূণ্য
সব ভাসিয়ে নিয়ে যায়।
প্রাণহীন, মৃত অবয়বের মত এক গাঢ় শূন্যতা
আমায় ভাসিয়ে রাখে।
যদিও বা ডুবে যেতে চাই, পরম আক্ষেপে, পরম বেদনায়
পরম, পরম এক অস্তিত্বহীনতায়...