আরো একটি সন্ধ্যা মুখর হোক বৃষ্টির গানে,
প্রতিশ্রুতিরা চোখে চোখে পাক নীলাচল দৃঢ়তা।
নূপুরের ছন্দে ভরে থাকুক পায়ে হাঁটা রাস্তা,
হৃদয়ের ঘড়িতে বেড়ে চলুক প্রণয়ের রাত্রি।

প্রতিদিন মুখোমুখি দাঁড়িয়ে দুজন
হাত বাড়ালেই যেন বিরহের অবসান।
কিন্তু...
হৃদস্পন্দনের চেয়ে কাছে থেকেও
দুরত্বটা অসীম।

জীবনের সমীকরণে ডানপক্ষের সাথে বামপক্ষটা
কদাচিৎ ই মেলে,
শেষ পৃষ্ঠার অসমাপ্ত অঙ্কটা আর শেষ হয়না কখনো,
হয় কালি ফুরিয়ে যায়, কিংবা সময়।