পাতা ঝরার দিনগুলো
!
কী যে রূপসী এই মেয়েটা!
কানে বাজে তার কোমল স্বর।
এ-মন ছুঁতে চায় তার মনটা,
দিনরাত থাকি স্বপ্নে বিভোর।
বললাম সব জমানো কথা,
বেলীফুল তার প্রতীক।
রাজি নয় সে, পেলাম ব্যথা,
আমি নই হারের পথিক।
রোজ সকালে পথের ধারে,
দাঁড়িয়ে থাকি তার আশায়।
এক পলক শুধু দেখি তারে,
পরিপূর্ণ ভালোবাসায়।
এভাবেই কাটলো কিছুদিন,
পরম যতনে দেখি তারে।
বলল আমায় হঠাৎ একদিন,
বিকেলে এসো পুকুর পারে।
বৃথা যায় নি এ ভালোবাসা,
দিনগুলি মোর হলো রঙিন!
নিত্যনতুন বাড়ছে আশা,
খুশিতে লাফায় মন ফড়িং।
কথা বলে বলে রাত কেটে যায়,
দিনের বেলা ক্লাস ফাঁকি।
স্যারের টাকা মোবাইলে যায়,
বাবার পকেটেও মারি উঁকি।
গুপ্ত প্রেমে লিপ্ত আমি,
ঘুমিয়ে আছি গভীর ঘুমে।
প্রেমটা আমার খুব যে দামি,
ভাঙবে না ঘুম এ জনমে।
যাচ্ছে যেমন, দিন কেটে যাক!
লাগছে ভালোই, মন্দ না।
দায়িত্বরা সব থাক, পরে থাক!
আমি করি তার বন্দনা!
মন ক্যানভাসে ছবি আঁকি,
কল্পনায় লিখি কবিতা।
তার স্বপ্নেই বিভোর থাকি,
লিখি আবেগে হাজার কথা।
যাচ্ছে যতই দিন চলে,
বাড়ছে ততই আবদার!
নই তো আমি ধনীর ছেলে,
মিটাতে পারি না সব তার।
হচ্ছে নতুন সময়ের আবর্তন,
সম্পর্কের টানাপোড়ন চলছে!
তার আচরণের হয়েছে পরিবর্তন!
আরো বড় মাছ টোপ গিলেছে!
করেছি অনেক চেষ্টা,
ফেরাতে পারিনি!
পেয়েছে অনেক তেষ্টা,
কোনো ভাবেই পারিনি!
হলাম ঝরে পরা উপেক্ষিত পাতা,
ধুলাবালিতে ঘিরে থাকা অনাদরের খাতা।
ছায়া হয়ে লেগে থাকি, দৃষ্টি নেই তার!
খুব পুরাতন তাই, প্রয়োজন নেই আর।
পড়লো হাত নিকোটিনে,
ধোঁয়ায় উড়ে স্বপ্ন।
কিসের বদলে কী নিলাম কিনে!
এভাবেই ঝরছে হাজার রত্ন!
আধার মোর গল্প শুনে,
হতাশায় ঘিরেছে জীবন।
ক্লান্তি এসেছে স্রোতার কানে,
যবনিকার হচ্ছে উন্মোচন।