আলেয়ার পথে আমার সদা বিচরণ,
করি অভিনয়, যেন আলোর বরণ।
দৃষ্টিতে কি যে ঘোর, জীবন হারায়,
বৃষ্টিতে এই শহর যায় ভিজে যায়।
মিথ্যে এ পথ আমি ছেড়ে দিতে চাই,
সূর্য কিরণে মোরে গড়ে নিতে চাই।
জীবনের মুখোমুখি দাড়িয়ে আমি,
দেখি যেনো মোর পথ সত্যগামী,
হে মা’বুদ মোরে তুমি নাও টেনে নাও,
অধমেরে তুমি এবার সুপথে চালাও।
ক্ষমতা যে নেই আমার কিছু করিবার,
মমতা জড়িয়ে দাও সুপথে আবার।
নির্জনে কালো মেঘের বৃষ্টি ঝরাও,
এ জলে ধুয়ে মোরে শুভ্রতা দাও।