শূন্য শান্ত ক্লান্ত প্রান্তে আজ অনন্ত হাহাকার,
দিগন্ত অন্তে জীবন্ত রক্তের ফুটন্ত চিৎকার।
সেই চিৎকার ভয়ঙ্কর আরও বিস্ফোরণের নাদে।
পড়ন্ত বেলায় মুমূর্ষু নগরী নিঃশব্দে কাঁদে।
স্তব্ধ নগরী মৃত্যুপুরী প্রাণস্পন্দন শব্দহীন বন্ধ!
অন্ধ ভৃত্যরা পায়না রক্তমাখা মাংসপিন্ডের গন্ধ!
নেতৃত্বহীন মুসলিম বিশ্ব আবদ্ধ পশ্চিমা বৃত্তে!
চিত্তের নিমিত্তে স্বত্বহীন বাধ্য ভৃত্য মত্ত নৃত্যে!
খন্ডিত মাংসপিন্ডে লাল রং এঁকেছে মানবতার তুলি!
বিস্ফোরণের ধোঁয়ায় উবে গেছে সভ্যতার সকল বুলি!
গনমৃত্যু, গনকবরে প্রতিষ্ঠিত হয়েছে সাম্যের মহাকাল!
মাংস গলে গিয়ে উন্মুক্ত হয়েছে জাতিসংঘের কঙ্কাল!