একটি মেয়ের শুভ্র মেঘের রুপ ছিল।
সেই মেয়েটির কাজল কালো চোখ ছিল।
সেই চোখেতে কী যেন এক টান ছিল!
একটি যুবক সেই টানেই ভাসছিল।
সেই মেয়েটির মেঘ কালো চুল ছিল।
প্রজাপতিরা তার কানেরি দুল ছিল।
তার সুরেতে কী যেন এক গান ছিল।
ঐ ছেলেটির সেই গানটিই প্রাণ ছিল।
ভালোবাসায় পরিপূর্ণ তার মন ছিল।
হাস্যোজ্জ্বল জীবন্ত তার প্রাণ ছিল।
খাঁটি সোনায় গড়া এক জীবন ছিল।
ঐ ছেলেটির এই জীবনটিই ধ্যান ছিল।
তাদের যখন হঠাৎ একদিন দেখা হলো,
সেই মেয়েটি ক্রমাগত শুধু হাসছিল।
হাসির শব্দে ছেলেটি শুধু ঘামছিল।
সেই দিনটির হাজার কোটি দাম ছিল।