তোর নীড় যেনো ভোর তীর কতো তুষ্ট!
মোর নীড় কেনো ঘুর্ণির মতো রুষ্ট!
নিয়ত ঝড় বয়ে প্রয়াত ঘর ভাঙ্গে নিত্য!
আহত ঘোর বয়ে বিক্ষত সর্বাঙ্গে নৃত্য!
মনে হয় কতো ভালো আছি এই বৃত্তে।
ঘুণে ক্ষয় যতো আলো, বাঁচি সেই ভৃত্যে!
ফের দিক ভুলি নির্দিক চলি খুব অস্পষ্ট!
তোর দিক গুলি নির্ভীক তুলি সব স্পষ্ট।
তৃষ্ণার্ত ক্ষণে ভয়ার্ত দিনে হই নিঃস্ব দৈন্য,
নিঃশর্ত ঋণে নিঃস্বার্থ মনে তুই সর্বস্ব পুণ্য!
তোর পথ ভোর রথ চলে অনন্তের দিকে!
মোর শপথ ঘোর পথ ফেলে নক্ষত্রের দিকে।